Teacher and Librarian Job Vacancy - ৬৩২ শিক্ষক, লাইব্রেরিয়ান

৬৩২ শিক্ষক, লাইব্রেরিয়ান

লাইব্রেরিয়ান :

যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি বা, ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। লাইব্রেরি বা, কম্পিউটারাইজড লাইব্রেরিতে ২ বছরের অভিজ্ঞতা আর কম্পিউটার অ্যাপ্লিকেশনের ১ বছরের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। মূল মাইনে: ৪৪,৯০০ ১,৪২,৪০০ টাকা। শূন্যপদ : ১০০টি (জেনাঃ ২৫, ই.ডব্লু.এস. ১৩. ও.বি.সি. ৩২, তঃজাঃ ২৭, তঃউঃজাঃ ৩)। এ এর মধ্যে প্রতিবন্ধী ৪। পোস্ট কোড 38/22: অ্যাসিস্ট্যান্ট টিচার

নার্সারি :

কোনো স্বীকৃত পর্ষদ বা, ইনস্টিটিউট থেকে উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা মোট অন্তত ৪৫% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ২ বছরের নার্সারি টিচার এডুকেশন বা, বি.এড. (নার্সারি) সার্টিফিকেট / ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে। মাধ্যমিক স্তরে হিন্দি অন্যতম বিষয় হিসাবে থাকতে হবে। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। মূল মাইনে : ৩৫,৪০০-১,১২,৪০০ টাকা। শূন্যপদ : ৪টি (জেনাঃ ১, ও.বি.সি. ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)। চাকরি হবে এডুকেশন ডিরেক্টরেটে।

পোস্ট কোড 39/22 :

ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার (কম্পিউটার সায়েন্স)। কম্পিউটার সায়েন্সের ডিগ্রি (বি.সি.এ.) কোর্স পাশরা যোগ্য। কম্পিউটার সায়েন্সের ডিগ্রি কোর্স পাশরাও যোগ্য। কম্পিউটার সায়েন্স, বা, ইনফর্মেশন টেকনোলজির ডিগ্রি (বি.ই. বা, বি.টেক.) কোর্স পাশরাও যোগ্য। যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা ডোয়েক থেকে 'এ' লেভেল কোর্স পাশ হলেও যোগ্য। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। মূল মাইনে : ৪৪,৯০০-১,৪২,৪০০ টাকা। শূন্যপদ : ১০৬টি (জেনাঃ ৩৭, ই.ডব্লু.এস. ২৯, ও.বি.সি. ১৯, তঃজাঃ ১৯, তঃউঃজাঃ ২)। এর মধ্যে প্রতিবন্ধী ১০টি।

পোস্ট কোড 40/22:

ডোমেস্টিক সায়েন্স টিচার। ডোমেস্টিক সায়েন্স বা, হোম সায়েন্সের ডিগ্রি কোর্স পাশরা যোগ্য । ডোমেস্টিক সায়েন্স বা, হোম সায়েন্স নিয়ে বি.এড. কোর্স পাশ হতে হবে। মাধ্যমিকে হিন্দি অন্যতম বিষয় হিসাবে থাকতে হবে। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। মূল মাইনে :৪৪,৯০০-১,৪২,৪০০ টাকা। শূন্যপদ : ২০১টি (জেনাঃ ৫২, ই.ডব্লু.এস. ১৭, ও.বি.সি. ৮২, তঃজাঃ ৩২, তঃউঃজাঃ ১৮)। এর মধ্যে প্রতিবন্ধী ৩টি।

পোস্ট কোড 41/22 :

ফিজিক্যাল এডুকেশন টিচার। যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা ফিজিক্যাল এডুকেশনের ডিগ্রি (বি.পি.এড.) কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। মূল মাইনে : ৪৪,৯০০ ১,৪২,৪০০ টাকা। শূন্যপদ : ২২১টি (জেনাঃ ৮৯, ই.ডব্লু.এস. ৫১, ও.বি.সি. ৩১, তঃজাঃ ৩৮, তঃউঃজাঃ ১২)।
সব পদের বেলায় ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি.’রা ৩ বছর, প্রতিবন্ধীরা ১০ (ও.বি.সি. হলে ১৩, তপশিলী হলে ১৫) বছর ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবে।

প্রার্থী বাছাই হবে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে। ২০০ নম্বরের ২০০টি এম.সি.কিউ. টাইপের প্রশ্ন হবে দু'টি সেকশনে। সেকশন ।-এ থাকবে এইসব বিষয় : জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এবিলিটি, অ্যারিথমেটিক্যাল অ্যান্ড নিউমেরিক্যাল এবিলিটি, টেস্ট অফ হিন্দি ল্যাঙ্গোয়েজ অ্যান্ড কমপ্রিহেনশন, টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গোয়েজ অ্যান্ড কমপ্রিহেনশন । ১০০ নম্বরের ১০০টি প্রশ্ন। সেকশন-।।-এ থাকবে সংশ্লিষ্ট বিষয়ের ওপর ১০০ নম্বরের ১০০টি প্রশ্ন। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ০.২৫ নম্বর কাটা হবে। সফল হলে স্কিল টেস্ট।

দরখাস্ত করবেন অনলাইনে, ১৮ নভেম্বর পর্যন্ত। এই ওয়েবসাইটে : http:// dsssbonline.nic.in এজন্য বৈধ একটি ই মেল আই.ডি. থাকতে হবে। প্রথমে পাশপোর্ট মাপের রঙিন ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন। এবার ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে ও সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। এবার পরীক্ষা ফী বাবদ ১০০ টাকা অনলাইনে (এস.বি.আই. ই-পে)-তে জমা দিতে হবে। মহিলা, তপশিলী প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ফী লাগবে না। এবার স্ক্যান করা যাবতীয় প্রমাণপত্র আপলোড করে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।

Official Website For Apply: http://dsssbonline.nic.in

Post a Comment

0 Comments